আজ সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ৯:২২

ছয় মাসের জন্য খুলল ভোলাগঞ্জ পাথর কোয়ারী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২১, ০৭:৩৫ অপরাহ্ণ
ছয় মাসের জন্য খুলল ভোলাগঞ্জ পাথর কোয়ারী

পাথুরে রাজ্যের অন্যতম বৃহত্তম পাথর কোয়ারি সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর উত্তোলনের স্থগিতাদেশের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

ফলে এই কোয়ারী থেকে পাথর উত্তোলনে আর কোনও বাঁধা রইলো না বলে আইনজীবীরা জানিয়েছেন।

রবিবার (১৭ জানুয়ারি) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী হাবিব উন নবী।

শুনানী শেষে আইনজীবী হাবিব উন নবী গণমাধ্যমকে বলেন, ‘খনি ও খনিজ সম্পদ বিধিমালা ২০১২-তে বিধান না থাকা এবং পর্যটনের অযুহাতে ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি ভোলাগঞ্জে পাথর উত্তোলনে স্থানীয় জেলা প্রশাসক নিষেধাজ্ঞা জারি করে চিঠি দেয়। এতে করে স্থানীয় প্রায় ১০ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়ে। অথচ ধীর্ঘদিন ধরে সেখানে খাস কালেকশন চলে আসছিল। খাস আদায়ের বিধানও আইনে আছে।’

তাই ওই নিষেধাজ্ঞার বৈধতা চ্যালেঞ্জ করে গত ডিসেম্বরে পূর্ব ইসলামপুর হ্যামার শ্রমিক সমবায় সমিতি হাইকোর্টে রিট দায়ের করে। সেই রিটের শুনানি দিয়ে আদালত স্থানীয় জেলা প্রশাসকের দেওয়া স্থগিতাদেশের কার্যক্রম স্থগিতের আদেশ দিলেন হাইকোর্ট।

আরও পড়ুন:  সিলেট থেকে ইয়েসকার্ড পেলেন ১১ জন হাফেজ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১