
মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
বিষয়টি শুক্রবার রাতে নিশ্চিত করেছেন মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্তী রনি।
শুক্রবার (১৫ জানুয়ারি) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্র। আজকে নমুনা পরীক্ষায় শুধু একজনের করোনা শনাক্ত হয়েছে বলে জানা যায়।
তবে এ বিষয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।