
সিলেট মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়া ৩ নেতাকে শুভেচ্ছা জানিয়েছে মদন মোহন কলেজ ছাত্রলীগ।
আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) পৃথক পৃথক ভাবে তাদেরকে শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস বিধান সাহা, মহানগর আওয়ামী লীগের সদস্য মনোনিত হওয়ায় সিলেট জেলা যুবলীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জাহিদ সারোয়ার সবুজ ও মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমরুল হাসান মহানগর আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হওয়ায় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি এ.কে.এম. মাহমুদুল হাসান সানি ও সাধারণ সম্পাদক মিফতাহুল হুসেন লিমন।