আজ রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:০৮

সিলেটে ৫৮ আইনজীবীর ভোটযুদ্ধ শুরু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২১, ০১:০৫ অপরাহ্ণ
সিলেটে ৫৮ আইনজীবীর ভোটযুদ্ধ শুরু

আইনপেশায় নিয়োজিত আইনজীবীদের সংগঠন সিলেট জেলা আইনজীবী সমিতিতে আজ সকাল থেকে শুরু হয়েছে ভোটের লড়াই।

মোট ২৬টি পদে ৫৮ জন আইনজীবীরা ভোটযুদ্ধ শুরু করেছেন।

আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় ভোট গ্রহণ চলছে।

সিলেট জেলা আইনজীবী সমিতির ২০২১ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ০১ হাজার ৬ শত ১০ জন সদস্য ভোট দেবেন। এবছর ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮ জন প্রার্থী।

এর মধ্যে সভাপতি পদে ০২ জন, সহ সভাপতি-১ পদে ০২ জন, সহ সভাপতি-২ পদে ০৪ জন, সাধারণ সম্পাদক পদে ০৪ জন, যুগ্ম সম্পাদক-১ পদে ০৪ জন, যুগ্ম সম্পাদক-২ পদে ০৪ জন, সমাজ বিষয়ক সম্পাদক পদে ০৩ জন, সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে ০২ জন, লাইব্রেরি সম্পাদক পদে ০৩ জন, প্রধান নির্বাচন কমিশনার পদে ০৩ জন, সহকারী নির্বাচন কমিশনার ২টি পদে ০৩ জন, সহ-সম্পাদকের ৩টি পদে ০৬ জন, কার্যনির্বাহী কমিটির সদস্য ১১টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবার সভাপতি পদে ০২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সভাপতি এ.টি.এম. ফয়েজ উদ্দিন ও সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), সহ-সভাপতি-১ পদে এ.কে.এম. ফখরুল ইসলাম ও মোঃ এখলাছুর রহমান, সহ-সভাপতি-২ পদে মোহাম্মদ আব্দুল হান্নান, পান্না লাল দাস, সৈয়দ ফেরদৌস আহমদ ও হাদিয়া চৌধুরী (মুন্নি)।

সাধারণ সম্পাদক পদে ০৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক সেলিম, দেলোয়ার হোসেন দিলু, মাহফুজুর রহমান ও সুলতানা রাজিয়া ডলি, যুগ্ম সম্পাদক-১ পদে আজাদ আহমদ, মোঃ খালেদ আহমদ জুবায়ের, বিজিত লাল তালুকদার ও মোহাম্মদ শিব্বির আহমদ (বাবলু), যুগ্ম সম্পাদক-২ পদে মোহাম্মদ কামরুল হাসান, বিদ্যুৎ কুমার দাস (বাপন), মুমিনুর রহমান (টিটু) ও সৈয়দ শাহ জাহান, সমাজ বিষয়ক সম্পাদক পদে মোঃ আজিম উদ্দীন, মোহাম্মদ সেলিম মিয়া ও মোঃ সোহেল মিয়া, সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে ছালেক আহমদ ও মোঃ মকসুদ আহমদ, লাইব্রেরি সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল মুকিত (অপি), ঝরণা বেগম ও মোঃ রাসেল খাঁন, প্রধান নির্বাচন কমিশনার পদে মোঃ আলিম উদ্দীন, আক্তার উদ্দীন আহমদ টিটু ও সুজিত কুমার বৈদ্য, সহকারি নির্বাচন কমিশনারের ২টি পদে ০৩ জন প্রার্থী মইনুল হক, মোহাম্মদ মঈনুল ইসলাম ও সজল চন্দ্র পাল, সহ সম্পাদকের ৩টি পদে ০৬ জন প্রার্থী কবির আহমদ, মোঃ কাওছার আহমদ, জাকির হোসেন, মোবারক হোসাইন, মোঃ সাদিদুর রহমান (রিপন) ও সুবল কান্তি পাল (এস.কে. পাল) প্রতিদ্বন্দ্বীতা করছেন।

আরও পড়ুন:  নজির স্থাপন করলেন সিলেটের আইনজীবীরা

এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে আবু মোহাম্মদ আসাদ, আব্দুল গফফার, আব্দুল মালিক (১), মোঃ আব্দুল মান্নান চৌধুরী, এ.এস.এম. আব্দুল গফুর, এম.ই.এম. ইকবালুর রহমান, মোঃ এমদাদুল হক, মোঃ ওবায়দুর রহমান, কল্যাণ চৌধুরী, চৌধুরী আতাউর রহমান আজাদ, মোঃ ছয়ফুল হোসেন, জসিম উদ্দিন আহমদ, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), দেবাশীষ কুমার দাস, মোঃ মনসুর আলম, মোঃ মুহিবুর রহমান (সেলিম), মোঃ রাজ উদ্দিন ও লুৎফা বেগম চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনায় নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার মোঃ এমদাদুল হক এসব তথ্য নিশ্চিত করেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১