
সিলেটসহ দেশের সকল বিভাগে দায়িত্ব প্রাপ্ত ১৪ জন নেতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য ও সিলেট মহানগর যুবলীগের সাবেক সিনিয়র সদস্য জাকিরুল আলম জাকির।
বুধবার (১২ জানুয়ারি) এক শুভেচ্ছা বার্তায় যুবলীগ নেতা জাকিরুল আলম জাকির আশা প্রকাশ করে বলেন- দায়িত্বপ্রাপ্ত নেতাদের সুযোগ্য নেতৃত্বে শাহজালাল-শাহপরানের পূণ্যভূমি সিলেটের যুবলীগ সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হবে পাশাপাশি দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রাম হতে গড়ে ওঠা নেতাকর্মীরা মূল্যায়িত হবে।
উল্লেখ্য, সিলেটসহ সারাদেশে বিভাগভিত্তিক দায়িত্ব পেয়েছেন যুবলীগের ১৪ নেতা। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভাগওয়ারি এই দায়িত্ব বন্ঠন করা হয়েছে।
বুধবার (১২ জানুয়ারি) যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত সিলেট বিভাগের দায়িত্ব পেয়েছেন যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো. রেজাউল কবির।এদিকে ঢাকা উত্তর এর সাথে সিলেটের দায়িত্বে রয়েছেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম সৈকত জোয়ার্দার।