আজ সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, রাত ৮:০৪

বালাগঞ্জের পল্লীতে বইছে নির্বাচনী হাওয়া

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২১, ০৭:০৪ অপরাহ্ণ
বালাগঞ্জের পল্লীতে বইছে নির্বাচনী হাওয়া

সিলেটের বালাগঞ্জ উপজেলা। সংসদীয় আসনের দুই নম্বর পজিশনে। বড় দুই দলের চোখ থাকে সিলেটের পরই বালাগঞ্জের দিকে।

দেশজুড়ে বর্তমানে চলছে পৌরসভা নির্বাচন। এরপরই শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। তবে বলাগঞ্জের পল্লী অঞ্চলে শীতের আবহাওয়াকে গরম করে তুলছে নির্বাচনী হাওয়া।

ইউনিয়ন পরিষদ (ইউপি’র) সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

চলতি বছর ২০২১ সালের মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

২০১৬ সালের ২২ মার্চ শুরু হয়ে সিলেটের বালাগঞ্জ উপজেলা সহ সারা দেশে কয়েক ধাপে ইউপির নির্বাচন সম্পন্ন হয়, শেষ হয় ওই বছরের ৪ জুন।

আইন অনুযায়ী কোনো ইউপির মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।
গত ২৮/৫/২০১৬ ইং বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন সহ ৬ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়াদ শেষ হবে আগামী ২৭/৫/২০২১ ইং বিধি অনুযায়ী ২৯/১১/২০২০ ইং হতে পরবর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনী তফশিল ঘোষনা ও নির্দিস্ট সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।

এরই প্রেক্ষিতে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন৷ সহ সব-কটি ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বইছে আগাম নির্বাচনী হাওয়া।

কে কোন দল থেকে মনোনয়ন পাচ্ছেন? কে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন? কার জন প্রিয়তা কেমন?এরকম অনেক প্রশ্নে, চায়ের দোকানে দোকানে বইছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বিশ্লেষণ।

নড়েচড়ে উঠেছে চেয়ারম্যান ও সদস্য পদের সম্ভাব্য প্রার্থীরা।ভোটের মাঠ নিজেদের অনুকূলে নিতে মরিয়া হয়ে উঠেছেন অনেকেই। আগাম প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন। বাড়ি বাড়ি কুশল বিনিময় ও করছেন সমান তালে চলছে ফেসবুক সহ জনপ্রিয় যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা।

দলীয় মনোনয়ন আদায়ে একেক দলে একাধিক প্রার্থী দায়িত্ব প্রাপ্ত জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের আর্শিবাদ পেতে নানা কূটকৌশল চালিয়ে যাচ্ছেন।সরগরম করে তুলছেন রাজনৈতিক মাঠ।

উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে যারা প্রার্থী হতে আগাম প্রস্তুতি নিচ্ছেন তাঁরা হলেন। দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদে দুই মেয়াদে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সদস্য নাজমুল আলম,গহর পুর এসোসিয়েশন ইউ কে’র সাধারন সম্পাদক যুক্তরাজ্যস্থ সমাজ সেবা মূলক বিভিন্ন সংগঠনের প্রতিস্টাতা সদস্য ও সংগঠক বিশিষ্ট সমাজকর্মী মোঃ ছহুল এ মুনিম, ,দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষানুরাগী সদস্য আলহাজ্ব সফিকুর রহমান খান সৈয়দা সালেহা খাতুন এতিম এন্ড গরিব কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক, ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান সৈদুর রহমানের পুত্র এনায়েতুর রহমান রাজু, দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের প্রতিস্টাতা সভাপতি সিলেট জেলা যুবলীগের সদস্য জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ ময়নুল ইসলাম সালেহ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জামাল পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, মোঃ শিরমান উদ্দিন, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সদস্য বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ আতিকুর রহমান।

আরও পড়ুন:  বাক্সবন্দি কোটি টাকার যন্ত্রপাতি!

বালাগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সমাজকর্মী আজমল আলী মাসুক। দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১