
মহামারী করোনা ভাইরাসে কপোকাত যুক্তরাষ্ট্র। দেশটিজুড়ে চলছে জরুরি অবস্থা।
সেই জরুরি অবস্থার মধ্যেই অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন নতুন প্রেসিডেন্ট জোসেফ বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট জোসেফ বাইডেনের অভিষেক অনুষ্ঠান ঘিরে যুক্তরাষ্ট্র জুড়ে বড় ধরনের নাশকতামূলক ঘটনার আশঙ্কা করা হচ্ছে।এজন্য নেওয়া হচ্ছে সব ধরনের সতর্ক ব্যবস্থা।
ইতোমধ্যে জরুরি অবস্থা জারির অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার হোয়াইট হাউজের প্রেস সচিবের অফিস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন আইন প্রয়োগকারী কর্মকর্তারা নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার আগে হুমকির হুশিয়ারি দেওয়ার পর ট্রাম্পের কাছ থেকে এই নির্দেশ এসেছে।
এতে ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থায় সাড়া দিতে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।