
সিলেটে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত ২ জনই মোটরসাইকেল আরোহি ছিলেন।
ঘটনাটি সোমবার (১১ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে সিলেট নগরীর ফাজিলচিশত এলাকায় ঘটেছে।
এঘটনায় স্থানীয় বিক্ষোব্ধ জনতা সড়কে থাকা ৩টি ট্রাকে অগ্নিসংযোগ করে দিয়ে সড়ক অবরোধ করে দেন।
দুর্ঘটনায় নিহত দু’জন হলেন সজিব ও লুৎফুর। এর মধ্যে সজিবের বাসা নগরীর বনকলাপাড়ায় ও লুৎফুরের বাড়ি জালালাবাদ থানায়।
বিষয়টি নিশ্চিত করে কতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আবু ফরহাদ বলেন-পুলিশ ঘটনাস্থলে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।