
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে একজন প্রার্থীকে মনোনয়ন দেয়া হলেও দলটির বিদ্রোহি প্রার্থী রয়েছেন ২ জন।
এদিকে বিএনপির মনোনিত প্রার্থী একজনই।
এবারের নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন ও ৯টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪৫ জনসহ মোট ৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজ সোমবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রিটার্নিং অফিসার জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়। মেয়র প্রার্থীদের হাতে প্রতীক বরাদ্দকৃত প্রতীক দেন সিলেট জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ (নৌকা), বিএনপি মনোনীত পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (ধানের শীষ), বর্তমান পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম রাবেল (জগ), সাবেক মেয়র, আওয়ামী লীগ নেতা জাকারিয়া আহমদ পাপলু (মোবাইল ফোন)।
এসময় সিলেট জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের বলেন, প্রার্থীরা নির্বাচনী আইন মেনে প্রচারণা চালাতে হবে। কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করার অপতৎপরতা চালালে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। এসময় তিনি প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে অবহিত করার পাশাপাশি নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সবার কাছে সহযোগীতা চান।