আজ সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, রাত ৯:৩৮

নবীগঞ্জে নৌকার নির্বাচনী সভায় ককটেল বিষ্ফোরণ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২১, ১১:১৭ অপরাহ্ণ
নবীগঞ্জে নৌকার নির্বাচনী সভায় ককটেল বিষ্ফোরণ

হবিগঞ্জের নবীগঞ্জে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা মার্কার নির্বাচনী সভায় ককটেল বিষ্ফোরণের খবর পাওয়া গেছে।

এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন।

আজ রবিবার (১০ জানুয়ারি) রবিবার সন্ধারাতে উপজেলার নতুনবাজার মোড়ে নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর নৌকা প্রতীকের সমর্থনে পথসভা শেষ হতে না হতেই ঘটনাস্থলে ২টি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে।

ঘটনার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। ককটেল বিস্ফোরনে ৩ জন পথচারী আহত হয়।

আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন- পৌর এলাকার সালামতপুর গ্রামের ছমির মিয়ার ছেলে নজির মিয়া (৩৬), ভানুদেভ গ্রামের ফিরোজ মিয়ার ছেলে শিপন আহমদ (২২), প্রজাতপুর গ্রামের হুসেইন মিয়ার ছেলে তারেক আহমদ (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর নৌকার সমর্থনে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যাপিকা অপু উকিল। এতে প্রায় সহস্রাধিক লোকের সমাগম ঘটে। বক্তব্য শেষে প্রধান অতিথি সভাস্থল ত্যাগ করার সাথে সাথেই নতুন বাজার গোল চত্বর মোড়ে বিকট আওয়াজে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাধারণ মানুষ আতংকে দিগবিদিগ ছুটাছুটি করেন।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। দায়ীদের খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন:  চিকিৎসকসহ করোনা আক্রান্ত ১১জন, লকডাউন হবিগঞ্জ হাসপাতাল

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১