
আওয়ামী লীগ নেতা হাজী আমির উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।
তিনি গতকাল শনিবার (০৯ জানুয়ারি) রাত ১২টা ৮ মিনিটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম আমির উদ্দিন ছিলেন ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য ও কায়েস্থরাইল এলাকার বাসিন্দা।
আজ রবিবার (১০ জানুয়ারি) বাদ জোহর কায়েস্থরাইল জামে মসজিদ ওয়াকফ এস্টেট দাউদপুর, মোছারগাঁও, বারখলা জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।
তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে এক ছেলে ও দুই মেয়ে সন্তান রেখে গেছেন।
এদিকে, তার মৃত্যুতে মরহুমের জান্নাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।