
পর্যটক সেজে দেহ ব্যবসার অপরাধে খদ্দেরসহ ৫২ জনকে আটক করেছে পুলিশ। ৪টি কটেজে সাড়াসি অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।
দেশের সর্ববৃহৎ পর্যটন নগরী চট্রগ্রামের কক্সবাজারের তারকা হোটেল মানেই পর্যটন ব্যবসার আড়ালে দেহ ব্যবসা।
সম্প্রতি এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।
এসব বন্ধে শুক্রবার রাতে পর্যটন এলাকার কটেজ জোনে সদর মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযান চলে।
অভিযানে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস, পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে এবং ওসি অপারেশন মো. সেলিম।
এ সময় ৪টি কটেজ থেকে ম্যানেজার, কর্মচারী, যৌনকর্মী ও খদ্দেরসহ ৫২ জনকে আটক করা হয়। আটক ৫২ জনের মধ্যে ৩১ জন পুরুষ ও ২১ জন নারী। এ সময় উদ্ধার করা হয় ৩৬০ পিস মরণ নেশা ইয়াবাও।
অভিযান সূত্রে জানা যায়, গত অর্ধমাস ধরে হোটেল মোটেল জোনে নজরদারি বাড়ানো হয়েছে। নজরদারিতে গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। যার ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালানো হয় বলে জানান ওসি তদন্ত বিপুল চন্দ্র দে।
অভিযান প্রসঙ্গে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মককর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, হোটেল-মোটেল জোনে অপরাধ নিয়ন্ত্রণে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। প্রতিদিন এভাবে ঝটিকা অভিযান চলবে। পাশাপাশি মামলায় কটেজ মালিকদের অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, অচিরেই পর্যটন শহরকে সব ধরনের অপরাধমুক্ত করা হবে। এছাড়া যানজট পরিস্থিতিও স্বাভাবিক রাখা হবে। এজন্য কাজ করে যাচ্ছে কক্সবাজার জেলা পুলিশ।