
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দুইদিন থেকে রাখা অজ্ঞাত বৃদ্ধের পরিচয় চায় সিলেট মহানগর পুলিশ।
মহানগর পুলিশ সূত্র জানায়, গত ০৫ জানুয়ারি, মঙ্গলবার নগরীর চৌহাট্রাস্থ আলিয়া মাদরাসা মাঠে অজ্ঞাত ওই বৃদ্ধকে অসুস্থ অবস্থায় পেয়ে জনৈক খালেদ হোসেন (মোবাইল নং-০১৭১৮-০৩৮৩৮৭) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
পরে চিকিৎসাধীন অবস্থায় ০৬ জানুয়ারি সকাল সাড়ে ৮টায় এই বৃদ্ধের মৃত্যু হলে হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. রওশন হাবিব অজ্ঞাত এই মরদেহ মর্গে পাঠিয়ে পুলিশকে খবর দেন।
এব্যাপারে কোতোয়ালী মডেল থানার জিডি (নং-৫৬৩) করা হয়। এবং লাশের পরিচয় জানার চেষ্টা চালানোর পর কোন স্বজনের সন্ধান মিলেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের।
তিনি জানান, বর্তমানে অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রহিয়াছে। কেউ যদি মৃত ব্যাক্তির পরিচয় জানেন তাহলে কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ) নিশু লাল দে(মোবাইল:-০১৭৪৫-১৩৯৯৮২) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।