
আজ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট আসা যাত্রীদের ২৮ জনই সিলেটি। তন্মধ্যে মাত্র একজন লন্ডনীকে সেনাবাহিনী নিয়ন্ত্রিত কোয়ারিন্টে নেয়া হয়েছে।
সেখানে ফ্রি-তে তিনি থাকবেন বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) লন্ডন থেকে ৩৪ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আসে সিলেটে। এর মধ্যে ২৮ জন যাত্রী ছিলেন সিলেটের, বাকিরা ঢাকার।
সিলেটে আসা যাত্রীদের মধ্য থেকে একজনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন সিলেট শহরতলির খাদিমপাড়াস্থ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউটে।
এই কোয়ারেন্টিন কেন্দ্রে বিনামূল্যে থাকা যাবে।
এদিকে, সিলেটের বাকি ২৭ যাত্রীদের মধ্যে নগরীর দরগাহ গেইটস্থ হোটেল স্টার প্যাসিফিকে ৩ জন, একই এলাকার হোটেল হলি গেইটে ২ জন, আম্বরখানার হোটেল ব্রিটানিয়াতে ৯ জন, জেলরোডের হোটেল অনুরাগে ৭ জন এবং মিরের ময়দানের হোটেল লা-রোজে ৬ জন ওঠেছেন।
এসব হোটেলে নিজ খরচে থাকছেন যাত্রীরা।