আজ সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ১০:২৮

যুক্তরাষ্ট্রে নজিরবিহীন ঘটনা: পার্লামেন্টে ট্রাম্প অনুসারীদের গুলি, ভাঙচুর

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২১, ০৩:৪৬ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে নজিরবিহীন ঘটনা: পার্লামেন্টে ট্রাম্প অনুসারীদের গুলি, ভাঙচুর

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ঘটে গেল নজিরবিহীন এক ঘটনা। পার্লামেন্টের ভেতরে ট্রাম্প সমর্থকরা গুলিবর্ষণ ও ভাঙচুর চালিয়েছে।

এসময় অসংখ্য ট্রাম্প অনুসারীরা পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করছিল।

কংগ্রেসের উভয় কক্ষের এই যৌথ অধিবেশনে পপুলার ভোটের ভিত্তিতে ইলেকটোরাল কলেজের দেওয়া ভোটগুলো গোনা হচ্ছে এবং তা চূড়ান্তভাবে প্রত্যয়ন করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে গত তেসরা নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় প্রত্যয়ন করতে কংগ্রেসের এই অধিবেশনের কয়েক ঘণ্টা আগেই ওয়াশিংটন শহরে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা বড় ধরনের বিক্ষোভ সমাবেশ করছে।

যখন ওয়াশিংটন ডিসির ক্যাপিটালে (পার্লামেন্ট) ইলেকটোরাল কলেজের দেওয়া ভোটগুলো গোনা হচ্ছে এবং তা চূড়ান্তভাবে প্রত্যয়ন করা হচ্ছে। এমন সময় ট্রাম্প সমর্থকেরা ক্যাপিটালের ভেতরে গুলি চালায় এমনকি ভাঙচুর করে।

যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজির বিহীন ঘটনা।

আরও পড়ুন:  হাওরে আর রাস্তা করবে না সরকার: পরিকল্পনামন্ত্রী

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১