
মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খানসহ দেশবিদেশের করোনাসহ নানা রোগে আক্রান্ত, মৃত্যুবরণকারীদের জন্য রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি ও মহানগর আ.লীগের সাবেক প্রচার সম্পাদক মো. আব্দুর রহমান জামিলের ব্যক্তিগত উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (০৬ জানুয়ারি) বাদ যোহর হযরত শাহজালাল মাজার মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্য্যনির্বাহী কমিটির সদস্য সোয়েব আহমদ, আওয়ামী লীগ নেতা মুফতি আব্দুল খাবির , মারুফ আহমদ, যুবলীগ নেতা নাজিম খান, সুমেল আহমদ, লাবিব আহমদ, মোস্তফা আহমদ, সুমিত আহমদ, নাঈম আহমদ প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা বদরুল আলম চেীধুরী।