
সিলেটে বামজোট বিক্ষোভ সমাবেশ করেছে। নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আজ বুধবার (০৬ জানুয়ারি) দুপুরে জেলা নির্বাচন কমিশনার এর কার্যালয়ের সামনে এই বিক্ষোভ তারা করেন।
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক ও সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার নেতা রেজাউর রহমান রানার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক উজ্জ্বল রায়, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সিলেটের সাধারণ সম্পাদক ডা. হরিধন দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার নেতা নাবিল এইচ প্রমুখ।