আজ রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, সকাল ১১:৫৮

এসএমপির ছয় থানার ওসিকে বদলি

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২১, ০৬:৩৮ অপরাহ্ণ
এসএমপির ছয় থানার ওসিকে বদলি

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) আওতাধীন ৬টি থানার অফিসার ইনচার্জদের (ওসি) বদলি করেছে পুলিশ হেড কোয়াটার্স।

এই ছয় থানায় নতুন ৬জনকে ওসি নিযুক্ত করা হয়েছে।

তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের।

তিনি বলেন, ‘পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে এসএমপির ছয়টি থানার ওসিদের গেল সপ্তাহে অন্যত্র বদলি করা হয়। এ ছয় থানায় নতুন হিসেবে আরও ছয়জনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।’

তবে নতুন দায়িত্বপ্রাপ্ত ওসিদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেন নি তিনি।

বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, নতুন যে ছয়জন ছয় থানায় ওসির দায়িত্ব পেয়েছেন, তারা প্রথমে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে এসএমপিতে যোগদান করেন। এরপর তাদেরকে ছয় থানায় পদায়ন করা হয়।

প্রসঙ্গত, সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানায় মোহাম্মদ সেলিম মিঞা, দক্ষিণ সুরমায় আক্তার হোসেন, শাহপরানে আব্দুল কাইয়ুম, জালালাবাদে অকিল উদ্দিন আহমদ, বিমানবন্দরে শাহাদাত হোসেন এবং মোগলাবাজার থানায় সাহাবুল ইসলাম ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন:  কাদিয়ানীদের কাফির ঘোষণা করতে হবে-হুছামুদ্দীন ফুলতলী

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০