আজ শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলহজ, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৭:৫২

উজ্জ্বল-শিপনের হাতে ওসমানীনগর প্রেসক্লাবের নেতৃত্ব

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২১, ১১:৫৯ অপরাহ্ণ
উজ্জ্বল-শিপনের হাতে ওসমানীনগর প্রেসক্লাবের নেতৃত্ব

সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে শেষ হয়েছে।

নির্বাচনে উজ্জল ধর সভাপতি ও শিপন আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা প্রেসক্লাবের গোয়ালাবাজারস্থ নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ক্লাব সদস্যদের ভোটে সভাপতি পদে উজ্জ্বল ধর, সাধারণ সম্পাদক পদে শিপন আহমদ, সহ-সভাপতি আব্দুল মতিন, সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ, কোষাধ্যক্ষ পদে আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক পদে এস. জামান ফরহাদ, নির্বাহী সদস্য পদে এফ এম আলী ফয়েজ, জুবেল আহমদ সেকেল, আনোয়ার হোসেন আনা, সিতু সূত্রধর, কয়েছ মিয়া, জয়নাল আবেদীন, রনিক পাল ও নূরুল ইসলাম রাফি নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিদর্শন করেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক, ওসি (তদন্ত) মাসুদুল আমীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন চক্রবর্তী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, উপজেলা শিক্ষা কর্মকর্তা নিয়ামত শরীফ, গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আবদাল মিয়া, আলাউর রহমান আলা, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, যুগ্ম-সম্পাদক অরুনোদয় পাল ঝলক, ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকিত মিয়া, পরিবহন মালিক নেতা শাহনুরুর রহমান শানুর, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল লেইছ, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রজত দাস ভুলন, ওসমানীনগর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মোস্তাক আহমদ, উপজেলা যুবলীগ নেতা কিবরিয়া মিয়া, তাজপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুহেল আহমদ, গোয়ালাবাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, গোয়ালাবাজার বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রব গেদা মিয়া, সাধারণ সম্পাদক পরিমল দেব, সাবেক ইউপি সদস্য বাবলু মিয়া, শিক্ষক নেতা অজয় দে, মনোজ দাশ ও হাবিব চৌধুরী।

বিকেল ৪টায় ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, কোষাধ্যক্ষ মিছবাহ আহমদ, শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার রজত কান্তি চক্রবর্তী, যুগান্তরের বালাগঞ্জ প্রতিনিধি শামীম আহমদ, মানবজমিনের প্রতিনিধি আব্দুস শহিদ, গোয়ালাবাজারস্থ ইংলিশ ম্যান্টরের পরিচালক আব্দুল আলীম সুহেল প্রমুখ।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০