
সিলেটের বালাগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে দু’জনের দস্তাদস্তিতে বৃদ্ধ খুন হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মোরারবাজার সংলগ্ন আহমদপুর নামক স্থানে ঘটে।
এঘটনায় জড়িত রহমত আলীকে আটক করেছে পুলিশ।
জানা যায়, সিলেট সুলতানপুর সড়কের মোরারবাজার সংলগ্ন আহমদপুর নামক স্থানে রাইস মিলের শ্রমিক স্থানীয় নিজ গহর পুর গ্রামের তাহির উল্যার ছেলে মো. গেদা মিয়া একই গ্রামে বসবাসকারি আজিজপুর ব্রিকফিল্ডের কর্মরত শ্রমিক দিনাজ পুর জেলার রহমত আলীর সাথে গেদা মিয়ার এক ছেলে নিয়মিত কাজ করত কয়েক দিন যাবৎ রহমত আলী গেদা মিয়ার ছেলেকে কাজে না নিয়ে অন্য লোক নেওয়ার কারণে গেদা মিয়ার ছেলে শাকিল আহমদ বেকার হয়ে পড়েন।
এ নিয়ে সোমবার রাত অনুমান ১০টার সময় রহমত আলী ও গেদা মিয়ার মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে স্বাভাবিক দস্তাদস্তি হয়। এ সময় গেদা মিয়া অজ্ঞান হয়ে পড়েন স্থানীয় লোকজন হাসপাতালে নেওয়ার পথে গেদা মিয়া মৃত্যু বরণ করেন।
খবর পেয়ে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান ঘটনাস্থলে পৌছে সুষ্ঠু তদন্ত পূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।
নিহত গেদা মিয়ার সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
উল্লেখ্য গত ৬ অক্টোবর একই স্থানে গেদা মিয়ার ভাই মছব্বীরের চায়ের দোকান বাকি স্থানীয় এক ব্যাক্তির ২২০ টাকা পাওয়না চাওয়াকে কেন্দ্র করে ঝগড়া হয় ঝগড়া থামাতে এসে দস্তাদস্তিতে ছমির আলী নামে এক ব্যাক্তির মৃত্যু হয়, অভিযুক্ত মছব্বির আলী জেলহাজতে রয়েছে এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।