
সিলেট শহরতলীর খাদিমপাড়া থেকে লাল বড়ি তথা ইয়াবা ট্যাবলেট বিক্রেতা আব্দুর রহিম হাজারীকে আটক করেছে শাহপরাণ থানা পুলিশ।
আটককৃত হাজারী শাহপরাণ থানাধীন ৪নং খাদিমপাড়া ইউনিয়নের বহরগ্রামের মৃত সুলেমান হাজারী (মেম্বার) এর ছেলে।
মঙ্গলবার (৫ জানুয়ারী) দুপুরে শাহপরাণ থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এরআগে সোমবার ( ৪ জানুয়ারি) রাতে মহানগর পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থাার ওসি আব্দুল কাইয়ুম বলেন, গ্রেফতারকৃত হাজারী দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে শাহপরাণ থানায় পূর্বের দুটি মাদক মামলা রয়েছে।