আজ সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, রাত ৮:০২

কুয়েতে বনভোজনের আনন্দে মাতলেন বাংলাদেশিরা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২১, ১১:০৩ অপরাহ্ণ
কুয়েতে বনভোজনের আনন্দে মাতলেন বাংলাদেশিরা

মহামারী করোনা ভাইরাসে পুরো দুনিয়াবাসী পেরেশান। কোনো কোনো দেশে তো চলছে কড়া লকডাউন। এরই মাঝে ফুরসত বের করে বনভোজনের আনন্দে মাতলেন কুয়েতে অবস্থানরত বাংলাদেশিরা।

প্রকৃতি তার আপন নিয়মে রঙে-বর্ণে অপরূপ হয়ে সাজিয়ে তুলছে আপন ভুবন। কুয়েত সিটি হতে প্রায় ১২০ কিমি. দূরে নতুন রূপে সেজেছে দেশটির গ্রিন সিটি খ্যাত অফরা অঞ্চল।

নতুন বছর উপলক্ষে কুয়েতের অন্যতম বোদুর ট্রাভেল এজেন্সির উদ্যোগে দেশটির বিভিন্ন অঞ্চলের ব্রাঞ্চে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা আয়োজন করেন বনভোজন।

গল্প, আড্ডা আর নানান ধরনের খেলাধুলায় কর্মব্যস্ত যান্ত্রিক জীবন থেকে সবুজ মাঠ সবুজ ঘাস সবুজে-সবুজে একাকার মুগ্ধ হয়ে প্রকৃতির ছোঁয়া পেতে ছুটে বেড়ায় একপ্রান্ত হতে অন্যপ্রান্ত। করোনার বৈরী সময়েও মানুষের মনকে প্রশান্তিতে ভরে তুলছে রং বাহারি প্রকৃতি।

আলমগীর, বাহার ও সেলিম জানান, ট্রাভেল এজেন্সির পাবলিক সেবামূলক কাজ হওয়ায় আমাদের ডিউটি সময়ের বাহিরে দূরে কোথাও যাওয়া খুব একটা সুযোগ হয়ে ওঠে না। আমাদের সহকর্মী ও ভাই-বন্ধু অনেকের সঙ্গে মোবাইলে যোগাযোগ হলে সবার সঙ্গে ঠিকমতো দেখা হয় না।

ছুটির দিনে কাস্টমারের চাপ আরও বেশি থাকে। তাই যান্ত্রিক জীবন থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম। সবাই একসঙ্গে অনেক দিন পর দেখা হলো, আনন্দ ও মজা করলাম। সত্যিই অসাধারণ একটি সময় টেকেছে নতুন বছরে।

আরও পড়ুন:  আল্লামা কাসেমী রাহ. ছিলেন ইসলাম ও স্বাধীনতা রক্ষার সংগ্রামে আপোষহীন সিপাহসালার: ইপরোপ জমিয়ের সভায় বক্তারা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১