আজ সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৭:৪৪

সিলেটে মেয়রের বিরুদ্ধে রাজপথে নামায় ৪ রিকশা চালক আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২১, ০৩:০৪ অপরাহ্ণ
সিলেটে মেয়রের বিরুদ্ধে রাজপথে নামায় ৪ রিকশা চালক আটক

সিলেটে মেয়র আরিফুল হক চৌধুরী তথা সিলেট সিটি করপোরেশন এর সিদ্ধান্ত প্রত্যাহার এর দাবিতে আন্দোলনে নামায় ৪ রিকশা চালককে আটক করেছে পুলিশ।

পুলিশের ঝটিকা অভিযান তেকে আন্দোলনের মাঠ থেকে বাকি রিকশা চালকরা পালিয়ে যায়।

সোমবার (৪ জানুয়ারি) সকালে পুলিশ এ অভিযান চালায়। তবে নগরীর জিন্দাবাজার-বন্দরবাজার-চৌহাট্টায় এলাকায় সিসিকের নিষেধাজ্ঞা নিয়ে কেউ যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য সোমবার সকাল থেকে সর্তকবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ওসি তদন্ত ইয়াছিন আহমদ সিলেটের বার্তাকে বলেন, সিসিকের নির্দেশনা প্রত্যাহারের দাবি করে ১০-১২জন রিকশা চালক আন্দোলনে নামে চৌহাট্টা এলাকায়। এমন খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে ৪জন রিকশা চালককে আটক করে। এসময় অন্যরা পালিয়ে যায়। পুলিশ সর্তকবস্থায় রয়েছে।

আরও পড়ুন:  সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৬

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১