
সিলেট-২ আসনের সাংসদ মোকাব্বির খান বলেছেন-যখন প্রবাসীরা শরীরের ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত টাকা দেশে পাঠাচ্ছে তখন কিছু সংখ্যক বাটপার ব্যাংক লুঠপাঠ করে দেশের টাকা বিদেশে পাঠাতে ব্যস্ত।
শেয়ারবাজার ধ্বংস করেছে। এই দেশ ও জনগণের উন্নয়নে এ ধরনের দুর্নীতিবাজরা বাধাগ্রস্থ করছে।
তিনি আজ শনিবার (০২ জানুয়ারি) দুপুরে ওসমানীনগরের নুরপুর গ্রামে প্রবাসী গোলাম কিবিরয়ার উদ্যোগে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
গ্রামের আপ্তাব আলীর সভাপতিত্বে ও নজমুল হক ও হোসেন আহমদের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, প্রবাসী সুফি মিয়া, কাপ্তান মিয়া, আবুল কালাম আজাদ, গৌছ মিয়া, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, প্রাক্তন শিক্ষক আওলাদ আলী প্রমূখ। একই দিনে এমপি সাদিপুর ইউনিয়নের হলিমপুর, লামাগাভুরটিকি, দক্ষিণ কালনীরচর, ইসলামপুর এলাকার বিভিন্ন ব্রিজ, সড়ক ও উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতাকর্মীও এলাকাবাসী সাথে উপস্থিত ছিলেন।