আজ শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি, ভোর ৫:৩৬

বছরের প্রথমদিনে জাফলংয়ে প্রাণ গেল পর্যটকের

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১, ২০২১, ০৪:০২ অপরাহ্ণ
বছরের প্রথমদিনে জাফলংয়ে প্রাণ গেল পর্যটকের

বছরের প্রথমদিনে সিলেটের জাফলংয়ৈ বেড়াতে গিয়ে সড়কে প্রাণ গেল গোলাম মোস্তফা (৩৮) নামের এক পর্যটকের।

আজ শুক্রবার (০১ জানুয়ারি) সকালে সিলেট-তামাবিল সড়কের দরবস্ত বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম মোস্তফা রাজধানী ঢাকার চাঙ্গারপুল এলাকার মৃত আজিজ বেপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটের জাফলংয়ে বেড়াতে আসেন মোস্তফাসহ তার সঙ্গীরা। তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি শাহপরাণ থানা এলাকার দরবস্থ বাজারে পৌঁছানো মাত্রই সিলেটগামী বালুবোঝাই ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন গোলাম মোস্তফাসহ তার সঙ্গীরা। পরে তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগর শাহপরাণ (র.) থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাস (হাইয়েস) জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়েছেন। দুর্ঘটনায় মাইক্রোবাসের ১০ জন যাত্রীর মধ্যে একজন মারা গেছেন। আর ছয়জন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন:  ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১