আজ রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:৪৬

স্বাগতম দুই হাজার একুশ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১, ২০২১, ০১:৫০ পূর্বাহ্ণ
স্বাগতম দুই হাজার একুশ

২০২০ সাল। ৩৬৫ দিনের মোড়কে বেদনাবিধুর নানা ঘটনার জন্ম দেয়া এ-ই বছরটি বৃহস্পতিবার শেষ সূর্যাস্তের মাধ্যমে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে।

শুক্রবার পূর্বাকাশে নতুন সূর্যের আলোয় এ ধরা হবে আলোকিত। নতুন ভোরের হাওয়া লাগবে গায়ে। এসেছে নতুন দিন। নতুন নাম নিয়ে নতুন বছর।

শুক্রবার (১ জানুয়ারি) রাতে ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই বদলে গেলো ঘরের কোণায় ঝুলে থাকা ক্যালেন্ডার। আমাদের দোরগোড়ায় এরই মধ্যে এসে দাঁড়িয়েছে ইংরেজি নতুন বছর! স্বাগত ২০২১!

২০২০ সালের চলে যাওয়ার মধ্য দিয়ে অসীমের পানে মহাকালের যে যাত্রা, সেখানে সূচিত হলো আরেকটি মাইলফলক। এই যে মহাকালের যাত্রা, সেখানে একেকটি বছর আসে নতুন উদ্দীপনা ও প্রেরণা নিয়ে। আমরা মুছে ফেলি গত হয়ে যাওয়া বছরের গ্লানি। উৎসাহ খুঁজে পাই সুখকর ঘটনাগুলো থেকে, তারপর এগিয়ে যাই অগ্রগতির দিকে।

সে উপলক্ষেই করোনা মহামারির মধ্যেও জমকালো আতশবাজি আর আলোকসজ্জায় দেশে দেশে বরণ করে নেওয়া হয়েছে খ্রিস্টিয় নতুন বছর ২০২১। নানা সংকট, সংঘাত, পীড়নের মধ্যেও বেঁচে থাকার নতুন স্বপ্ন, লড়াই করার নতুন উদ্দীপনা আর সংকট পেরোনোর নতুন প্রত্যাশা নিয়ে মানুষ বরণ করেছে নতুন বছরকে।

নতুন এই বছর অফুরান প্রত্যাশা নিয়ে এসেছে সবার কাছে। এই নতুন হোক উত্তরণের, কালের যাত্রায় এগিয়ে চলার। নতুনের আবাহনে জেগে উঠ‍ুক সমগ্র দেশ, বিশ্ব। ২০২১ সাল মানুষের জীবনে বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি।

সেই প্রত্যাশাতেই এখন বলা ‘স্বাগত ২০২১…!’

আরও পড়ুন:  লকডাউনের প্রথমদিনে সিলেটে ৬৫ জনের করোনা শনাক্ত

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১