আজ রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:৩৪

আল্লামা কাসেমী রাহ. ছিলেন ইসলাম ও স্বাধীনতা রক্ষার সংগ্রামে আপোষহীন সিপাহসালার: ইপরোপ জমিয়ের সভায় বক্তারা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২০, ০১:৪০ অপরাহ্ণ
আল্লামা কাসেমী রাহ. ছিলেন ইসলাম ও স্বাধীনতা রক্ষার সংগ্রামে আপোষহীন সিপাহসালার: ইপরোপ জমিয়ের সভায় বক্তারা

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাবেক মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী রাহ. ছিলেন আল্লাহর জমিনে আল্লামার নেজাম প্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে আপোসহীন এক সিপাহসালার।

তাঁর মৃত্যুতে দেশ ও জাতির যে ক্ষতি হয়েছে তা কোনোদিন পূরণ হবার নয়।

ইউরোপ জমিয়তের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল স্মরণ সভায় বক্তারা এ কথা বলেন।

গত ২৭ ডিসেম্বর, রবিবার জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ এর আয়োজনে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান এবং বেফাকের সিনিয়র সহ-সভাপতি রাহবারে মিল্লাত শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী রাহঃ এর স্মরণে ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন-আল্লামা কাসেমী রাহঃ ছিলেন বাংলার আপোষহীন রাহবার। তিনি একদিকে তাসাউউফের লাইনে খানকার পীর, অন্যদিকে ময়দানে বাতিলের বিরুদ্ধে ছিলেন আপোষহীন বীর,ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে হাদীসের মসনদে ছিলেন যুগ শ্রেষ্ঠ হাদিস বিশারদ। হেফাজতের নেতৃত্বে নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনের বীর সিপাহসালার।

প্রধান আলোচকের বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দিন বলেন আল্লামা নূর হোসাইন কাসেমী রাহঃ ছিলেন হক ও হক্কানিয়াত এবং আকাবিরে দেওবন্দের সমকালীন সময়ের জীবন্ত নমুনা।তিনি বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর নেজাম প্রতিষ্ঠার আন্দোলনে জমিয়তের সংগ্রামী মহাসচিব হিসেবে দেশের প্রত্যন্ত অঞ্চলে জমিয়তের আওয়াজ পৌঁছে দিতে অসামান্য ভূমিকা পালন করে গেছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং সাম্রাজ্যবাদীদের আগ্রাসন বিরোধী আন্দোলনে আল্লামা কাসেমী রাহঃ ছিলেন এক আপোষহীন বীর সিপাহসালার। উনার মৃত্যুতে জমিয়ত হারিয়েছে এক মহান রাহবর,জাতি হারিয়েছে এক দরদী অভিভাবক। উনার অবদান গোটা কওমি অঙ্গন এবং বাংলাদেশের আপামর তৌহিদী জনতা যুগ যুগ স্মরন রাখবে।

ইউরোপ জমিয়তের সভাপতি শায়খুল হাদিস মুফতি আব্দুল হান্নান সাহেব-এর সভাপতিত্বে ও মহাসচিব মুফতি মাওসুফ আহমদ-এর পরিচালনায় ভার্চুয়াল আলোচনা সভায় কালামে পাক থেকে তিলাওয়াত করেন ক্বারী হাফিজ মাওলানা মুদ্দাসসির আনওয়ার।

আরও পড়ুন:  শপথ নিলেন জাতীয় পার্টির ১১ সংসদ সদস্য

উক্ত মাহফিলে বাংলাদেশ,মধ্যপ্রাচ্য, ইউরোপ আমেরিকা জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন দেশের সামাজিক রাজনৈতিক এবং কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ইউরোপ জমিয়তের ফেইসবুক পেজে যুক্ত হয়ে হাজার লোক প্রোগ্রামটি উপভোগ করেন।

আল্লামা কাসেমী রাহঃ এর স্মরণ সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন জমিয়তে উলামায়ে ইসলামে বাংলাদেশের সহ-সভাপতি শায়খুল হাদিস উবায়দুল্লাহ ফারুক, সহ-সভাপতি এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী,বাংলাদেশ জমিয়তের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্ন মহাসচিব মাওলানা বাহা উদ্দিন জাকারিয়া, জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ এর উপদেষ্টা মাওলানা শায়খ মাওলানা মোস্তফা আহমেদ, ইউরোপ জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল আজিজ সিদ্দিকী, মাওলানা সৈয়দ মুশাররফ আলী, মাওলানা গোলাম কিবরিয়া,
ইউকে জমিয়তের সভাপতি শায়খুল হাদিস মুফতি সাইফুল ইসলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ন মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনির, বাংলাদেশ জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, অফিস সম্পাদক মাওলানা আব্দুল গফফার ছয়গরী, যুব জমিয়তের সহ-সভাপতি মুফতি জাবের কাসেমী, নিউক্যাসল জমিয়তের উপদেষ্টা মাওলানা হামিদুর রহমান হিলাল, ইউরোপ জমিয়তের সহ-সভাপতি মাওলানা সৈয়দ আশরাফ আলি, মাওলানা আব্দুর রব, মাওলানা আবু তাহের ফারুকি ,সৌদি আরব জমিয়তের সভাপতি মাওলানা মহি উদ্দিন রাগিবি,যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল মুকসিত, মাওলানা আলিনুর, কাতার জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আবু আফিফা আতিকুর রহমান, মাওলানা আব্দুল মতিন জালালী কাতার জমিয়ত, ওমান জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম সাতবাকি, আরব আমিরাত জমিয়তের প্রতিনিধি মাওলানা জাবির জুলফিকার, মাওলানা কাজি ওয়েছ উদ্দীন প্রমুখ।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, ইউরোপ জমিয়তের সহ-সভাপতি মুফতি জিল্লুল হক, হাফিজ মাওলানা মুবারক আলি, হাফিজ মাওলানা আব্দুর রব ফয়েজী, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, ইউকে জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মামনুন মহিউদ্দিন, ব্যারিষ্টার মাওলানা কুতুব উদ্দীন শিকদার ,মাযাহিরুল উলুম মাইল-এন্ড মাদ্রাসার প্রেন্সিপাল মাওলানা ইমদাদুল হক আল-মাদানী, কাতার জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা জসিম উদ্দিন, ওল্ডহাম জমিয়তের সভাপতি মুফতি জুনায়েদ আহমদ, লন্ডন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা নাজিরুল ইসলাম, লন্ডন মহানগরীর সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন, ইউরোপ জমিয়তের সহ- সাধারণ সম্পাদক মাওলানা এখলাছুর রহমান বালাগঞ্জী, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা সৈয়দ জুবাইর আহমদ, মাওলানা সৈয়দ জুনাইদ আহমদ , মাওলানা শেখ নুরে আলম হামিদি, মাওলানা জয়নাল আবিদিন, মাওলানা আব্দুল কাইয়ু্ম কামালী, মুফতি বুরহান উদ্দিন, আলহাজ্ব জামিল বদরুল, মাওলানা শামসুল হক ছাতকী,
ইউরোপ জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী, সহ প্রচার সম্পাদক মাওলানা আব্দুস ছামাদ মুহিব, প্রশিক্ষন সম্পাদক মাও: হাফিজ আব্দুল কাইয়ুম আল-মাদানী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ জাকারিয়া, মাওলানা সাইফুল ইসলাম, সহ সাহিত্য সম্পাদক মাওলানা শাহ মাশুকুর রশিদ, যুব বিষয়ক সম্পাদক মওলানা হোসাইন আহমদ, সহ ফতওয়া বিষয়ক সম্পাদক মুফতি লুৎফুর রহমান বিন্নুরী, মুফতি ফয়জুর রহমান,লন্ডন মহানগর জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসাইন, সৈয়দ নাজমুল ইসলাম, হাফিজ অলিদ রহমান, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা এম সাইফুর রহমান, লিডস জমিয়তের সেক্রেটারি আলহাজ্ব মঈনুল ইসলাম, টাওয়ার হ্যামলেটস সভাপতি হাফিজ মাওলানা রশিদ আহমদ নোমান, সেক্রেটারি মাও:আবু সুফিয়ান, ইটালি জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শাহনুর আহমদ, স্পেন জমিয়তের প্রতিনিধি মাওলানা আলিম উদদীন, ওল্ডহাম জমিয়তের সহ-সভাপতি মুফতি বাহাউল ইসলাম, ব্রাডফোড জমিয়তের সহ সভাপতি মাওলানা মিফতাহ উদদীন, মাওলানা উবাইদুল হক,অর্থ সম্পাদক মাওলানা আলী হোসাইন, মাওলানা জুবাইর আহমেদ চৌধুরী, লুঠন জমিয়তের সেক্রেটারি মাওলানা নাবিল আহমে, কাতার জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুশ শহিদ, মাওলানা শোয়াইব আহমেদ কাতার, ওমান জমিয়তের সভাপতি মাওলানা রশিদ আহমদ, কুয়েত জমিয়তের প্রতিনিধি মাওলানা নাজরুল ইসলাম, বাংলাদেশ যুব জময়তের সহ-সভাপতি মাওলানা আখতারুজ্জামান তালুকদার, মালদ্বীপ জমিয়তের প্রতিনিধি জাকারিয়া আহমেদ জাকির,মাওলানা আম্মার বারোকোটী, ওবায়দুল্লাহ শামীম, হাফিজ মাওলানা শামসুদ্দীন, মাওলানা শরীফ খালিদ সাইফুল্লাহ, মাওলানা আরশাদ বিন ফরীদ, মাওলানা হাফিজ হোসাইন আহমদ, মাওলানা হাফিজুর রাহমান, মাওলানা মাসুম আল মাহদী, মাওলানা বদরুল হক সৌদীআরব, মাওলানা আরিফ রব্বানি, মাওলানা সালমান বিন বিলাল, মাষ্টার আব্দুর রউফ, মাওলানা সুলেমান , মাওলানা জহির উদ্দীন, মাওলানা নজরুল ইসলাম কুয়েত, সুলাইমান সাউদি আরব, মাওলানা লুতফুর রহমান, মাওলানা বদরুল ইসলাম কাতার, আমির উদ্দিন কাতার, মাওলানা মাহবুব আহমেদ, মাওলানা সালমান আহমেদ, সিরাজ মিয়া, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা আশফাক আহমেদ, শাহাদাত হুসাইন তাফাদার, মোহাম্মদ ইবরাহিম, মিল্টন কিংস জমিয়তের সেক্রেটারি হাজী মো: নুরুল হক,আছাদ রহমান, হাবিবুর রহমান,হারুন মিয়া,সিরাজ মিয়া, মোহাম্মদ ইবরাহিম, আয়ুব আলী প্রমুখ।

আরও পড়ুন:  দশ ট্রাক অস্ত্র মামলায় বাবর-নিজামীসহ ৭জনের খালাস

পরিশেষে রাহবরে মিল্লাত আল্লামা নুর হোসাইন কাসেমী রাহঃ এর রুহের মাগফেরাত এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদীস মুফতি আব্দুল হান্নান।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০