
সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর ভগ্নিপতি নর্থ ইস্ট ইউনিভার্সিটির প্রাক্তন ভিসি প্রফেসর ড. আতাফুল হাই শিবলী আর নেই (ইন্না-লিল্লাহি…রাজিউন)।
তিনি মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রফেসর আতাফুল হাই শিবলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর সদস্য ছিলেন।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
তারা এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।