আজ সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, রাত ৯:০৭

বড়লেখায় ৫৯৭৮ ভোটে নৌকার বিজয়

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২০, ০৮:৩০ অপরাহ্ণ
বড়লেখায় ৫৯৭৮ ভোটে নৌকার বিজয়

প্রথমধাপের নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় ৫৯৭৮ ভোটে নৌকার বিজয় নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার।

সন্ধ্যায় ভোট গননা শেষে বেসরকারিভাবে আওয়ামী লীগের প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

উপজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নৌকা প্রতীকে আবুল ইমাম মো. কামরান চৌধুরী পেয়েছেন ৫৯৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুল ইসলাম মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৩০৮৬।

এছাড়া বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৯৪ ভোট। এতে নির্বাচনে বিএনপি প্রার্থীর ভরাডুবিরই চিত্র ফুটে উঠেছে।

উল্লেখ্য, প্রথম ধাপে সোমবার (২৮ ডিসেম্বর) ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে ১০টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়।

বড়লেখা পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এর মধ্যে ৯৭০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আরও পড়ুন:  সাত বছর পর লন্ডনে দেখা হচ্ছে মা-ছেলের

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১