আজ সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ১০:১৩

হিথ্রো থেকে সিলেট আসলেন ১৬৭ যাত্রী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২০, ০৮:০০ অপরাহ্ণ
হিথ্রো থেকে সিলেট আসলেন ১৬৭ যাত্রী

বিশ্বজুড়ে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদূর্ভাব দেখা দিয়েছে। এমন সময় হিথ্রো বিমানবন্দর থেকে ২য় দফায় সিলেট আসলেন আরও ১৬৭ যাত্রী।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টায় ১৬৭ জন যাত্রী নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে থেকে সরাসরি বিমানের বিজি ২০২ ফ্লাইট সিলেট ওসমানী অন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

কোভিড ১৯-এর নতুন ধরন ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যজুড়ে। এ নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে জনমনে। এ কারণে ওই দেশ থেকে কেউ বাংলাদেশে এলে তার ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে সরকার।

পরে ১৪৪ যাত্রীকে সিলেট নামিয়ে দিয়ে ২৩ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছাড়ে। সোমবার নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে ১২টা ১০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে।

পরে সব যাত্রী বিমানবন্দরের হেল্থ ডেস্কে লন্ডন থেকে সঙ্গে আনা কোভিড-১৯ নেগেটিভ সনদ জমা দিয়ে স্বাস্থ্য পরীক্ষা শেষে অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

যাত্রীরা জানান, নেগেটিভ সনদ ছাড়া কোনো যাত্রীকে বিমানে উঠতে দেওয়া হয় না। এ ছাড়া লন্ডন থেকে বাংলাদেশে করোনা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন তারা।

বিষয়টি নিশ্চিত করে সিলেট সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমেদ সিরাজুম মুনীর বলেন, যতটুকু জেনেছি লন্ডন থেকে যারা এসেছেন তাদের সবাই করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে এসেছেন। এরপরেও তাদের পরীক্ষা-নীরিক্ষা করা হয়। তবে এখনও পর্যন্ত জানা যায়নি কেউ করোনায় আক্রান্ত ছিলেন কিনা।

উল্লখ্য, এর আগে ২৪ ডিসেম্বর ১৬৫ যাত্রী হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট এসেছিলেন।

আরও পড়ুন:  সিটবেল্ট না বাঁধায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জরিমানা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১