
জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও সিলেট তেতলী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান উসমান আলী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি সিলেটের বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোড়ার বাজারের ব্যাবসায়ী মোঃ হোসেন আহমেদ হুশিয়ারের মাতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
গতকাল রবিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় তার মাতা ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
সোমবার সকাল ১১ টায় সুলতান পুর জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে পঞ্চায়েতি কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনির বয়স হয়েছিল ১০৩ বছর।
ধর্মভীরু ও সমাজসেবী হোসেন আহমদ হুশিয়ারের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য, তেতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ উছমান আলী।