
মৌলভীবাজারের কুলাউড়া থেকে সিলেটের গোলাপগঞ্জের ১৪ বছর সাজাপ্রাপ্ত এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
আটল ডাকাত ইদ্রিস আলী কে শনিবার, ২৬ ডিসেম্বর মৌলভীবাজার জেলার কুলাউড়া সদরের উত্তর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর পশ্চিমভাগ এলাকার কুতুব আলীর ছেলে। সে গোলাপগঞ্জ জিআর নং-১৯৯/১১ মামলায় ১১ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং জিআর-১৫৭/১৩ মামলায় ৩ বছরের সশ্রম কারদন্ড ও ২ হাজার টাকা জরিমানার সাজাপ্রাপ্ত আসামী ।
জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানা গোপন সংবাদের ভিত্তেতে খবর পায় ডাকাত ইদ্রিস আলী কুলাউড়া সদরে অবস্থান করছে। খরব পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই পিন্টু সরকার ও এএসআই প্রনয় নালসহ একটি দল কুলাউড়া থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন