আজ রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি, দুপুর ১:১৫

কুলাউড়ায় ‘অজ্ঞান’ প্রেমিকা দেখলেন ডালে ঝুলছে প্রেমিকের লাশ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২০, ০৭:১৩ অপরাহ্ণ
কুলাউড়ায় ‘অজ্ঞান’ প্রেমিকা দেখলেন ডালে ঝুলছে প্রেমিকের লাশ

শিপন মালাকার (১৮) ও প্রেমিকা এনি আক্তার (১৬)। একেঅপরকে ভালবাসেন। বেড়াতে গিয়েছিলেন পানপুঞ্জিতে। সেখান থেকে সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্ঠা করে ব্যর্থ হন তারা দু’জন।

পানপুঞ্জি থেকে ফেরার পথে পা পিছলে গর্তে পড়ে অজ্ঞান হারিয়ে ফেলেন এনি আক্তার। জ্ঞান ফেরার পর দেখতে পান প্রেমিক শিপন মালাকার এর লাশ ঝুলছে গাছের ডালে।

ঘটনাটি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে।

স্থানীয় ও ঘটনাস্থলে লাশ পাহারারত কিশোরী এনি আক্তার জানান, ১৫ ডিসেম্বর শুক্রবার রাতে পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া গ্রামের সিন্ধু মালাকারের ছেলে শিপন মালাকার (১৮) তার প্রেমিকা একই ইউনিয়নে কানিকিয়ারি গ্রামের মাহমুদ আলীর মেয়ে স্থানীয় আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮ম শ্রেণীর ছাত্রী এনি আক্তারকে (১৬) নিয়ে এওলাছড়া পানপুঞ্জির জঙ্গলে বেড়াতে নিয়ে যায়। সেখান থেকে ভারতে পালানোর চেষ্টা করে তারা। তবে তাতে ব্যার্থ হয়ে ফেরার পথে পা পিছলে টিলার নিচে পড়ে অজ্ঞান হয়ে যায় এনি। জ্ঞান ফিরলে সে দেখতে পায় পড়নের গেঞ্জি দিয়ে গাছের ডালে ফাঁস লাগানো অবস্থায় শিপনের লাশ।

আরও পড়ুন:  সিলেটসহ সারাদেশে ২২৯প্লাটুন বিজিবি মোতায়েন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১