আজ সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, রাত ৮:১৫

ক্যান্সার আর করোনায় মারা গেলেন অভিনেতা আব্দুল কাদের

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২০, ০১:০০ অপরাহ্ণ
ক্যান্সার আর করোনায় মারা গেলেন অভিনেতা আব্দুল কাদের

অভিনেতা আব্দুল কাদের। ফাইল ফটো

দীর্ঘদিন থেকে ছিলেন তিনি ক্যান্সারে আক্রান্ত। এর মাঝে যোগ হলো মরণব্যধি করোনা ভাইরাস।

অবশেষে এই দুই জটিল রোগেই মারা গেলেন দেশের জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের।

আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের চিফ মেডিকেল অফিসার আরিফ মাহমুদ।

দেশের জনপ্রিয় এই অভিনেতা ক্যান্সারে আক্রান্ত ছিলেন অনেকদিন ধরে। ক্যান্সার জটিল আকারে ছাড়িয়ে পড়েছিল সারা শরীরে। অবস্থা গুরুতর হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে গেল ৮ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরের ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সেখান থেকে গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর এয়ারপোর্ট থেকে সরাসরি তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

সোমবার সন্ধ্যায় তার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর থেকে এভারকেয়ারের করোনা ইউনিটে ভর্তি ছিলেন আব্দুল কাদের।

আরও পড়ুন:  আবারও বাড়তে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১