আজ শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ৭:০৫

চলে গেলেন সাবেক প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২০, ০৬:৫০ অপরাহ্ণ
চলে গেলেন সাবেক প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর

সাবেক প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর। ফাইল ফটো

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আ খ ম জাহাঙ্গীর হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তিনি বিকেল পৌনে ৫টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ২ ডিসেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত বিএসএমএমইউতে ভর্তি হন তিনি। এর মধ্যে তার করোনা রিপোর্ট নেগেটিভ এলেও শারীরিক অবস্থার পরিববর্তন হয়নি। বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাকে পটুয়াখালী নিজ বাড়িতে দাফন করা হবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আ খ ম জাহাঙ্গীর হোসেন আশির দশকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া আওয়ামী লীগের ৯৬ মেয়াদের সরকারের সময় তিনি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ছিলেন।

আরও পড়ুন:  অবস্থার অবনতি, আইসিইউতে এম এ হক

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১