
মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযান টের পেয়ে ৮ জুয়াড়ি গেলেও ২ জনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন-দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার মৃত সাইমুল্লাহ ছেলে কামাল হোসেন (৫০) ও মোগলবাজার থানাধীন কুচাই পূর্বপাড়া গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে নুরুল ইসলাম লাকী (৩৪)।
আটক ২ জুয়াড়ির কাছ থেকে নগদ ১০ হাজার ৮০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জুয়াড়িদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা করেছে পুলিশ।
বুধবার (২৩ ডিসেম্বর) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। এরআগে মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহেরের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের। তিনি বলেন, দীর্ঘদিন থেকে ওই দক্ষিণ সুরমার কুশিয়ারা ফেরিঘাট এলাকায় জুয়া খেলা চলছিল। পুলিশ খবর পাওয়ার সাথে সাথে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করলেও অন্যরা পালিয়ে যায়।