আজ সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, রাত ৯:৩৪

সিলেটে বড় দিন পালনে এসএমপির মতবিনিময় সভা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২০, ০১:৫০ অপরাহ্ণ
সিলেটে বড় দিন পালনে এসএমপির মতবিনিময় সভা

সিলেটে বড় দিন পালনে এসএমপির মতবিনিময় সভা। ছবি: এসএমপি

সিলেটে সুষ্ঠুভাবে খ্রীস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান ক্রিসমাস ডে তথা শুভ বড় দিন পালনের লক্ষ্যে ধর্মীয় নেতাসহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

সভায় আইনশৃঙ্খলা বিষয়ের ব্যাপারে মতবিনিময় হয়।

পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফের সভাপতিত্বে গতকাল সোমবার সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ এফ ব্লকের এসএমপির সর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন-সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো: আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার,উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)ইমাম মোহাম্মদ শাদিদ, সিলেট প্রেসবিটারিয়ান চার্চ, খ্রীষ্টিয়ান মিশন, নয়াসড়ক, সিলেট এর সভাপতি প্রতিনিধি ডিকন নিঝুম সাংমা, সিলেট প্রেসবিটারিয়ান চার্চ, খ্রীষ্টিয়ান মিশন, নয়াসড়ক, সিলেট এর প্রতিনিধি মাইকেল রঞ্জন বিশ্বাস,ইন্মনূয়েল ব্যাপিস্ট চার্চ, শিবগঞ্জ, লাকরিপাড়া, সিলেট এর প্রতিনিধি জেমস ফলিয়া, লাক্কাতুরা প্রেসবিটারিয়ান চার্চ, লাক্কাতুরা, সিলেট এর প্রতিনিধি বিধান বিশ্বাস, লাক্কাতুরা প্রেসবিটারিয়ান চার্চ, লাক্কাতুরা, সিলেট এর প্রতিনিধি গডেন বিশ্বাস, মালনীছড়া প্রেসবিটারিয়ান চার্চ, মালনীছড়া, সিলেট এর প্রতিনিধি ডোনাল্ড বিশ্বাস,বালুচর ক্যাথলিক চার্চ, বালুচর, সিলেট এর প্রতিনিধি যোসেফ হাউই, খাদিম নগর ক্যাথলিক চার্চ, শাহপরাণ, সিলেট এর প্রতিনিধি জর্জ ত্রিপুরা, র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আলম, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মো. শওকত আলী জেদ্দারসহ অনেকে।

আরও পড়ুন:  ফাজিল চিশতে ট্রাক দুর্ঘটনায় মামলা, চালক কারাগারে

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১