
জন্মদিনে সহকর্মী-সতীর্থদের ভালবাসায় সিক্ত হলেন দৈনিক শ্যামল সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক, সম্পাদক পরিষদ সিলেট ও সিলেট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আব্দুল মুকিত।
২২ ডিসেম্বর, মঙ্গলবার সন্ধ্যারাতে সিলেট নগরীর মিরাবাজারস্থ তাঁর বাসায় হঠাৎ করে সহকর্মী সাংবাদিকরা কেক, মোমবাতিসহ জন্মদিন পালনের সকল উপকরণ নিয়ে জমকালো এক আয়োজন করে ফেলেন। এতে তিনি অভিভূত হয়ে পড়েন।
জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসময় উপস্থিত ছিলেন-সম্পাদক পরিষদ সিলেটের সভাপতি ও দৈনিক সবুজ সিলেটের সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমান, শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মুহাম্মদ, চীফ রিপোর্টার মো. নাসির উদ্দিন, শুভ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক এফ এ মুন্না, দৈনিক যুগভেরীর সিনিয়র রিপোর্টার এম এ মালেক, ফটোসাংবাদিক রেজা রুবেল প্রমুখ।