
অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের দীর্ঘ ৪ মাস পর ক্লু লেস হত্যা মামলার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
গত ৮ জুলাই বুধবার সিলেটের দক্ষিণ সুরমা থান এলাকার রেললাইনের পাশ থেকে উদ্ধার করা নিহত যুবকের ঘাতককে গ্রেফতার করা হয়েছে।
ধৃত ঘাতক সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার টেংরা টিলা গ্রামের আব্দুল বাতেনের ছেলে আল আমিন। সে দক্ষিণ সুরমার বরইকান্দির সোহাগ মিয়ার কলোনীর ভাড়াটিয়া।
সোমবার (২১ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমার থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন।
তিনি সিলেটের বার্তাকে জানান, ঘাতক আল আমিনকে সোমবার আদালতে হাজির করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পুলিশ জানায়, নিহত যুবক হেলাল উদ্দিন বান্দরবান জেলার বাসিন্দা ও সিলেট নগরীতে ভাসমান হিসেবে ছিল তার বসবাস।
ঘটনার দিন রাতে ঘাতক আল আমিন ও হেলাল উদ্দিন পরস্পর বন্ধু তারা উভয়ে মিলে গাঁজা সেবন করছিল। পরে মোবাইল ফোন নিয়ে তাদের মাঝে ঝগড়াঝাটি হয়। একপর্যায়ে আল আমিন ছুরি দিয়ে হেলাল উদ্দিন এর পেটে আঘাত করলে তার মৃত্যু হয়।