আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, ভোর ৫:৫৫

নগরীতে স্বাস্থ্যবিধি অমান্য করে চলাচল, ৮ জনকে জরিমানা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২০, ০৭:১৬ অপরাহ্ণ
নগরীতে স্বাস্থ্যবিধি অমান্য করে চলাচল, ৮ জনকে জরিমানা

সিলেট নগরীতে স্বাস্থ্যবিধি অমান্য করে চলাচলের দায়ে ৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে নগরীর ব্যস্ততম বন্দরবাজার এলাকায় সিসিকের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করা হয়।

স্বাস্থ্যবিধি অমান্য ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় মোট ৮টি মামলায় ৫ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানটি দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটায় পর্যন্ত চলে।

নগরীর বন্দরবাজার, মধুবন মার্কেট, লালদীঘিরপাড়, হকার্স মার্কেট এলাকায় সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় পথচারীরা মাস্ক, গ্লাভস না পরায় ও মোটরসাইকেলে হেলমেট ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজেস্ট্রট সুমন চন্দ্র দাশ বলেন, স্বাস্থ্যবিধি না মানায় আটজনকে পৃথক ৮ টি মামলায় ৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামূলক এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজেস্ট্রট সুমন চন্দ্র দাশ।

আরও পড়ুন:  জকিগঞ্জে প্রতিপক্ষের আহত বৃদ্ধ ওসমানী হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১