আজ সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, রাত ৮:৪৮

কৃষক-ব্যবসায়ীদের কষ্ট দূরিকরণে গোয়াইনঘাটে দৃষ্টিনন্দন সবজি শেড

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২০, ০১:৫২ অপরাহ্ণ
কৃষক-ব্যবসায়ীদের কষ্ট দূরিকরণে গোয়াইনঘাটে দৃষ্টিনন্দন সবজি শেড

সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের কৃষক ও সবজী ব্যবসায়ীদের দীর্ঘদিনের কষ্ট দূরিকরণে ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন সবজি শেড।

এডিবি ও উপজেলা পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের অর্থায়নে ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ সবজির শেড ঘরগুলো তৈরি হওয়াতে গোয়াইনঘাট বাজারের শাক-সবজি ব্যবসায়ীদের দীর্ঘদিনের কষ্ট ও দূর্ভোগ লাগব হয়েছে, পাশাপাশি উপজেলার বিভিন্ন স্হানের কৃষকরাও নির্মিত এ সবজি শেডের সামনে বসে তাদের উৎপাদিত শাক সবজি বিক্রি করতে পারবেন।

এ ব্যাপারে কথা হলে উক্ত সবজি শেডের কয়েকজন ব্যবসায়ী জানান,সবজি শেড না থাকায় দীর্ঘদিন থেকে দূর্ভোগ ভোগ করে আসছিলেন। উপজেলা পরিষদের মাধ্যমে সরকার আমাদের বিদ্যমান সমস্যাটা সমাধান করে দেওয়ায় আমরা উপকৃত হয়েছি। এজন্য আমরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ,সাবেক ও বর্তমান ইউএনও নাজমুস সাকিব,তাহমিলুর রহমান,সহকারী কমিশনার (ভূমি) একেএম নূর হোসেন নির্ঝর,সংশ্লিষ্ট সকলসহ সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

গোয়াইনঘাটের উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ জানান, গোয়াইনঘাট বাজারে একটি সবজি বিক্রির স্হান থাকলেও সেখানে কোন শেড তৈরি না হওয়াতে ব্যবসায়ীরা দূর্ভোগ ভোগান্তিতে ছিলেন। উপজেলা পরিষদের অর্থায়নে সবজি শেড তৈরি করে দেয়ায় তাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হয়েছে।

এখানকার ব্যবসায়ীদের পাশাপাশি এ শেডের সামনে উপজেলার আশপাশের কৃষকরাও তাদের উৎপাদিত শাক,সবজিও বিক্রি করতে পারবেন। সবকটি হাট,বাজারের ব্যবসায়ী ও কৃষকদের কল্যানার্থে ভবিষ্যতেও উপজেলা পরিষদ কাজ করবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিলুর রহমান মুক্ত বলেন,বর্তমান সরকার জনবান্ধব। জনগণের জন্য সরকারের ইতিবাচক দৃষ্টিনন্দিত অগণিত প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। উপজেলা পরিষদের অর্থায়নে গোয়াইনঘাট বাজারে সবজি শেড নির্মিত হওয়ায় ব্যবসয়াী,কৃষকসহ সর্জবোপুরী জনগণ উপকৃত হবেন।
এই ধরনের জনকল্যাণমুখী উন্নয়ন কাজের বাস্তবায়ন দ্বারা জনগণের কাছ সরকারের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

আরও পড়ুন:  মামুনুল হক গ্রেফতারের প্রতিবাদে জকিগঞ্জে বিক্ষোভ, গ্রেফতার ৮

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১