
সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নে অসহায়-দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের সানাবিল ফাউন্ডেশন। ফাউন্ডেশনের অন্যতম দায়িত্বশীল মামুনুর রশীদের ঐকান্তিক প্রচেষ্ঠায় এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

সোমবার সকাল ১০টায় খাদিমপাড়া হিলভিউ টাওয়ার এর সামনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে কম্বল বিতরণ করেন জমিয়তের কেন্দ্রীয় সদস্য ও মহানগর জমিয়তের সহ সভাপতি, হিলভিউ ট্রেডিং কোম্পানীর এমডি মুশতাক আহমদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- মাদরাসাতুল মদীনার পরিচালক মাওলানা আবুল বশর, সাংবাদিক আতিকুর রহমান নগরী, মুফতি বাহরুল আমিন, মহসিন আহমদ চৌধুরী, হাফেজ মাওলানা জুবায়ের আহমদ জসিম, হাফেজ মাওলানা ওলিউল্লাহ, কিশোর জমিয়তের মাশকুর আহমদ চৌধুরীসহ স্থানীয় মুরব্বী ও যুবকরা।
