
সৌদিআরবে বিনামূল্যে প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। ফ্রিতে মরণব্যধি এই ভাইরাসের টিকা নেয়ার সংবাদে বেজায় খুশী বিরাজ করছে প্রবাসীদের মাঝে।
এর আগে ফাইজার এবং বায়োনএনটেকের ভ্যাকসিনের অনুমোদন দেয় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়ার টিকা গ্রহণের মাধ্যমে সৌদি আরবে শুরু হয়েছে করোনা ভ্যাকসিনেশন কার্যক্রম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের পর, সাধারণ মানুষকে বিনামূল্যে ফাইজার এবং বায়োএনটেকের টিকা দেওয়া শুরু হয়।
আরো পড়ুন: টিকা নিলেন নেতানিয়াহু, পর্যায়ক্রমে ভ্যাকসিন পাবে ফিলিস্তিনিরা
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নাগরিক এবং প্রবাসী সবাই বিনামূল্যে টিকা পাবেন। সরকারের এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা।
টিকা পেতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। মোট তিন ধাপে দেওয়া হবে করোনা ভ্যাকসিন। প্রথম ধাপে ৪০ থেকে ৬৫ বছর, দ্বিতীয় ধাপে ৩০ থেকে ৪০ বছর এবং শেষ ধাপে বাকিদের টিকা দেওয়া হবে বলে জানানো হয়।