
দলীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচনে প্রার্থী হওয়ায় দিরাই পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ মিয়াকে বহিস্কার করা হয়েছে।
আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল এক নেতা জানান, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মোশারফ মিয়াকে শোকজ নোটিশ পাঠানো হয়েছিল। মোশারফ মিয়া এই শোকজ নোটিশের জবাবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। মোশারফ মিয়া দাবি করেছেন, ‘দলের সম্মান রক্ষায় তিনি প্রার্থী হয়েছেন’।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, মোশারফ মিয়া বহিষ্কার হয়েছেন। এটা নিশ্চিত। তিনি শোকজ নোটিশের যে জবাব দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট নই।
এনামুল কবির ইমন বলেন, আমরা কাল (সোমবার) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক নিয়ে দিরাই যাব। সেখানেই বহিষ্কারের বিষয়টি দলীয় নেতাকর্মীদের জানানো হবে।