
সিলেটের দক্ষিণ সুরমায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ রবিবার (২০ ডিসেম্বর) সিলেট-ঢাকা মহসড়কের দক্ষিণ সুরমার রশিদপুর বাজারে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস ও মোটরসাইকলের সংঘর্ষের ঘটনায় তারা মারা যান।
নিহতরা হলেন- সিলেটের গোলাপগঞ্জ থানার বাঘা দৌলতপুর কুতুব উদ্দিনের ছেলে তাহের (২৮), মাসুম (৩০)। এ ঘটনায় দক্ষিণ সুরমার বিদিইল গ্রামের আব্দুস সালাম (৩০) নামে একজন গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, রোববার (২০ডিসেম্বর) দুপুর ২টার দিকে রশিদপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকলে থাকা ৩ আরোহী গুরুত্বর আহত হয়েছেন। পরে তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বলেন,বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মেডিকেল নিয়ে আসার পথে ২জন মারা যান ও একজন গুরুতর আহতাব্স্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেলে ভর্তি করা হয়েছে।