
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান উদ্দিনের একমাত্র শিশুকন্যা আলফাকে কুলে নিয়ে আদর করলেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ।
পুলিশ কমিশনার আজ শনিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় নগরীর আখালিয়াস্থ নেহারিপাড়ায় নিহত রায়হানের বাড়িতে পরিবারের খোঁজখবর নিতে যান।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, উপ পুলিশ কমিশনার (সদর) তোফায়েল আহমেদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্লাহ তাহের, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা, স্থানীয় কাউন্সিলর মুখলিছুর রহমান কামরান।