আজ শনিবার বেলা ২টায় বিদ্যুৎ সরবরাহের কথা দিলেও সন্ধ্যা সোয়া ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্ধকারে নিমজ্জিত ছিল পুরো সিলেট।
এ ব্যাপারে জানতে সিলেট বিদ্যুৎ বিভাগ এর প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেনের মুঠোফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়।
এতে ভোগান্তি পড়েন নগরবাসী। একদিকে অন্ধকার অন্যদিকে পানির কষ্ট।
এর আগে গত বৃহস্পতিবার স্থানীয় অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার (১৯ ডিসেম্বর) সিলেটে ৭ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাসে জরুরী মেরামত কাজের জন্য ওইদিন সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেট মহানগরী, দক্ষিণ সুরমা উপজেলায় আংশিক ও সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
মেরামত কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথে পূণরায় বিদ্যুৎ সরবরাহ চালু করে দেয়া হবে।