আজ সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি, রাত ১২:৩৪

ওসমানীতে ধরা পড়ল ২ কেজি স্বর্ণ, দুবাই যাত্রী আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২০, ১১:১৩ অপরাহ্ণ
ওসমানীতে ধরা পড়ল ২ কেজি স্বর্ণ, দুবাই যাত্রী আটক

দুবাই থেকে আসা স্বর্ণের চালান ধরা পড়েছে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে।

এ ঘটনায় এক দুবাই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা।

আটককৃত জামিল আহমদ (২৮) শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে দুবাই থেকে আসা বিজি-২৪৮ ফ্লাইটে করে আসেন।

তার বাড়ি ব্রাক্ষণবাড়িয়া কসবা এলাকায়।

কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত স্বর্ণের ১২টি বার জামিল আহমদের উরুতে বিশেষ ব্যবস্থায় রাখা ছিল। অন্য ২টি স্বর্ণের বার ও কিছু স্বর্ণালংকার তার হাত ব্যগ থেকে উদ্ধার করা হয়। স্বর্ণ উদ্ধারের পর জামিল আহমদকে গ্রেপ্তার করা হয়।

এসব তথ্য জানিয়ে সিলেট ওসমানী বিমানবন্দরের কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক আল আমিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা জামিল আহমদের উপর বিশেষ নজরদারি রাখা হয়েছিল। তাকে পাহারা দিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পর্যন্ত নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে অস্বীকার করলেও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাথে স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন জামিল। এরপর সবার উপস্থিতিতে তার পায়ের উরুতে বিশেষভাবে বাঁধা অবস্থায় ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের বার ছাড়াও স্বর্ণালংকারের মধ্যে বেশিরভাগই গলার। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য সোয়া কোটি টাকা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন:  কিছু বাটপার ব্যাংক লুঠপাঠ করছে: এমপি মোকাব্বির খান

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১