
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লমা নূর হোসাইন কাসেমী ও মাওলানা সিদ্দিক আহমদ ছালেহপুরী রাহ. এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জনকল্যাণ ফাউন্ডেশন জকিগঞ্জ।
গত ১৭ ডিসেম্বর, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় বহির্বিশ্বে অবস্থানরত সিলেটের জকিগঞ্জের প্রবাসীদের জনসেবামূল সংগঠন ‘জনকল্যাণ ফাউন্ডেশন জকিগঞ্জ’র পক্ষ হতে সদ্য প্রয়াত জমিয়তে জমিয়তে উলামায়ে ইসলাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, আন্দোলন সংগ্রামে বাংলাদেশের লক্ষ-কোটি তাওহিদী জনতার আস্তার প্রতিক, দেশের ইসলামী অঙ্গনে ঐক্যের সোপান বাংলার মাদানী আল্লামা নূর হোসেন ক্বাসেমী রাহ. এবং জকিগঞ্জের প্রাচিনতম শিক্ষাপ্রতিষ্টান জামেয়া ফয়জে আম মুন্সিবাজারের প্রবিন উস্তাদ মাওলানা সিদ্দিক আহমদ সালেহপুরী রাহ. দ্বয় স্মরণে এক স্মৃতিচারণ ও দোআ মাহফিল আয়োজ করা হয়।
ফাউন্ডেশণের সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী, মিডিয়া ব্যক্তিত্ব লন্ডন প্রবাসী ক্বারী মাওলানা আব্দুল হাফিজ শাহবাগী সাহেবের সভাপতিত্বে এবং জয়েন্ট সেক্রেটারী মাওলানা আবু আফিফা আতিকুর রাহমান এর পরিচালনায় উক্ত দোআ মাহফিলে প্রধান অতিথি হিসেবে আল্লামা ক্বাসেমী রাহ. এর স্মৃতিচারন করেন হুজুরের সুযোগ্য ছেলে মুফতি জাবের ক্বাসেমী হাফিজাহুল্লাহ।
মাওলানা জাবের কাসেমী তাঁর আব্বা মরহুম আল্লামা কাসেমী রাহ. এর স্মৃতিচারণ করতে গেলে মাহফিলে অংশগ্রহণকারী সকল নেতা-কর্মি আবেগ আপ্লোত হয়ে পড়েন। দেশে অনেক রাত্র হয়ে যওয়াতে উনার স্মৃতিচারণ শেষে মাহফিল ত্যাগের প্রাক্কালে মাহফিলে অংশগ্রহণকারী সকলের অনুরোধে সংক্ষিপ্ত দোআও পরিবেশন করেন।
ফাউন্ডেশনের সহকারী অর্থ সম্পাদক হাফিজ মাওলানা শিহাব উদ্দীন ফরহাদের কালামে পাক থেকে তেলাওয়াত এবং ট্রেজারার মাওলানা আবদুর রহমান আজমী এর আরবী তারানা আবৃতির মাধ্যমে প্রায় অর্ধশত নেতা-কর্মির অংশগ্রহণমূলক উক্ত মাহফিল শুরু হলে এতে আল্লামা নূর হোসেন কাসেমী রাহ. এবং মাওলানা সিদ্দিক আহমদ সালেহপুরী রাহ. দ্বয়ের সামগ্রিক জীবন নিয়ে স্মৃতিচারণ করেন- ফাউন্ডেশনের অভিবাবক পরিষদের প্রধান লন্ডন প্রবাসী বিশিষ্ট দানশীন মাওলানা আব্দুল আজীজ সিদ্দিকী, উপপ্রধান মাওলানা আব্দুর রব, ফোরামের অন্যতম সদস্য- সৌদি প্রবাসী মাওলানা আব্দুল জলীল, সিনিয়র সহসভাপতি সৌদি প্রবাসী মাওলানা আস’আদ উদ্দীন, সহসভাপতি আরব আমিরাত প্রবাসী মাওলানা Abdus Shahid Tafadar, কাতার প্রবাসী হাফেজ মাওলানা জসীম উদ্দীন, সৌদি প্রবাসী মাওলানা আব্দুল কুদ্দুস নাজমুল, মাওলানা মুস্তাফা আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হুজায়ফা আফজল, সহ সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন হাফিজাহুমুল্লাহ সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
পরিশেষে মাহফিলের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আস’আদ উদ্দীন সাহেবের সমাপনি বক্তব্য এবং অভিবাবক ফোরামের উপপ্রধান মাওলানা আব্দুর রব সাহেব কতৃক হযরত কাসেমী ও ছালেহপুরী রাহ. দ্বয়ের দারাজাত বুলন্দির দোআর মাধ্যমে জুম মাহফিলের পরিসমাপ্তি হয়।