আজ রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:৩০

এই শীতে বাঁধাকপির গরম স্যুপ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২০, ১১:৩৭ পূর্বাহ্ণ
এই শীতে বাঁধাকপির গরম স্যুপ

ছবি: সংগৃহীত

কনকনে শীত। বাজারে এসেছে শীতকালীন নানা সবজী। তন্মধ্যে বাঁধাকপিও মজুদ রয়েছে প্রচুর পরিমাণে। সবজি হিসেবে খাওয়া গেলেও স্যুপ করে খাওয়ার ফর্মুলাটা অনেকেরই হয়তো অজানা।

এর রয়েছে নানা পুষ্টিগুণ। বাঁধাকপি দিয়ে ঘরেই তৈরি করতে পারেন গরম গরম স্যুপ। এই স্যুপ খেতে সুস্বাদু ও স্বাস্থ্যকর।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন বাঁধাকপির স্যুপ-

উপকরণ

অলিভ অয়েল- ২ টেবিল চামচ, পেঁয়াজ- ১টি, গাজর- ২টি, মরিচ গুঁড়া- স্বাদ মতো, লবণ- স্বাদ মত, গোলমরিচের গুঁড়া- প্রয়োজন মত, রসুন- ২ কোয়া, চিকেন অথবা ভেজিটেবল স্টক- ৪ কাপ, বাঁধাকপি- অর্ধেকটি, টমেটো- ১টি ও ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি

অলিভ অয়েল গরম করে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও গাজর কুচি দিন। গোলমরিচের গুঁড়া, লবণ ও মরিচ গুঁড়া দিয়ে নেড়েচেড়ে ভাজুন।

কয়েক মিনিট পর রসুন কুচি দিয়ে ৩০ সেকেন্ড নেড়ে স্টক ও ২ কাপ পানি দিয়ে জ্বাল কমিয়ে দিন। বাঁধাকপি কুচি ও টমেটো দিয়ে ঢেকে দিন। সেদ্ধ হলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন গরম গরম।

 

[প্রিয় পাঠক, আপনিও সিলেটের বার্তা টুয়েন্টি ফাের ডটকমের অংশ হয়ে উঠুন। রান্নাঘরের বার্তা, জীবনের বার্তাসহ নানা বিষয়ের টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-sylheterbarta24.com@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও পড়ুন:  রোজায় সহবাস করা যাবে কি?

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০